জাতীয় শোক দিবস

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। লাখো প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার মাত্র ৪ বছরের
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
টাকার মান কমছে
টাকা মানেই মূল্যবান বস্তু। কিন্তু এখন ডলারের কাছে টাকাই হার মানছে। পৃথিবীর নানা দেশের মুদ্রার বিপরীতে ডলার যখন দুর্বল হয়ে পড়েছে, তখন বাংলাদেশে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। চলতি বছরের শুরুতে যেখানে ৮০ টাকায় ১ ডলার কেনা যেত, সেখানে বর্তমানে ৯০ টাকায় ১ ডলার কিনতে হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতির উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে না পারলে এবং একই সাথে আমদানি ব্যয় কমাতে না পারলে ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকানো বেশ কঠিন হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্টরা যথাযথ মনোযোগ দেবেন, সেটাই প্রত্যাশা করি।
মাজহারুল ইসলাম শামীম,
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।