খুলনায় পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আজ শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর স্বামীর অবস্থা শংকামুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত
ডিবি পুলিশের অভিযানে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে চার বছর পর গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালে নগরীর আকবরশাহ থানার মাদক মামলায় দুই সহযোগীসহ গ্রেফতার হয় মোঃ মাসুদ রানা। কিন্তু গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সঠিক নাম ঠিকানা প্রকাশ না করায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এর কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা কৌশলে হ্যান্ডকাফ হতে হাত খুলে কোর্টের বারান্দায় মানুষের ভীড়ের মধ্যে পালিয়ে যায় । এ সংক্রান্তে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। কিন্তু আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা বিভাগের নিকট প্রেরণ করেন। মঙ্গলবার রাতে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি যুগীচাঁদ লেইনস্থ, মনসুরের বিল্ডিংয়ের তিন তলার ভাড়াটিয়া আব্দুর রহমানের বাসা থেকে মোঃ মাসুদ রানা কে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।