Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সর্বনাশা বন্যায় সিলেটে কেড়ে নিয়েছে ৫৭টি তাজা প্রাণ !

সিলেট ব্যরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ৪:৫৮ পিএম

গত ১৭ মে থেকে আজ বুধবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে সিলেটসহ সারাদেশে ১১০ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। বিভাগটিতে ভয়াল এ বন্যায় একে একে কেড়ে নিয়েছে ৫৭টি প্রাণ। এর মধ্যে রয়েছে কোলের শিশুও। বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ দিনে সিলেটসহ সারা দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপের দংশনে মৃত্যু হয়েছে দু’জনের। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে৮৩ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট বিভাগে ৫৭, বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪০ ও ঢাকা বিভাগে একজনসহ মৃত্যু হয়েছে মোট ১১০ জনের। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আর সিলেটে মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ জেলায় পাঁচ ও ছয়জন মারা গেছেন মৌলভীবাজারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাজা প্রাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ