Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কবি সালেহা হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০২ এএম

উপন্যাসিক, শিশুতোষ সাহিত্যিক, জ্ঞানতাপস কবি সালেহা হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ব্যাক্তিগত জীবনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক শাহ্ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এই শিক্ষাবিদ ২০০৯ সালের ৭ জুলাই গুলশানের বাসভবনে ইন্তেকাল করলে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বহু গ্রন্থের প্রণেতা এই কবি-লেখিকার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার পরিবার ও আত্মীয় স্বজন বনানী কবরস্থানে বিশেষ দোয়ায় সামিল হবেন। এই উপলক্ষে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হবে। মরহুমার স্বামী শাহ মোয়াজ্জেম হোসেন এই মহিয়সী নারীর রুহের মাগফিরাতের কামনা ও পরিবারের পক্ষ থেকে দেশবাসী সকালের কাছে দোয়া প্রার্থনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি সালেহা হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ