১০ থেকে ২৭ আগস্ট চট্টগ্রাম নগরে বাস-মিনিবাসের জরিপ করবে সিএমপি
চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচল করা বাস-মিনিবাস গুলোর জরিপ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত জরিপ কাজের জন্য তাদের
সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দরে ২৩ বোতল ফেন্সিডলসহ এক ভারতীয় পাসপোর্টধারীকে আটক করেছে বিজিবি। এছাড়া রফতানি করে ভারত থেকে ফেরত আসা দু’টি বাংলাদেশি ট্রাক থেকে দুই বোতল মদ ও এক বোতল বিয়ার আটক করে বিজিবি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোমরা ইমিগ্রেশন সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে এসব আটক করা হয়। ফেন্সিডিলসহ আটক ভারতীয় নাগরিকের নাম আলাউদ্দিন বেপারী। সে কলকাতার টেংগরা গ্রামের বাসিন্দা।
এদিকে, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি দুটি ট্রাক থেকে উদ্ধার হওয়া মদ ও বিয়ার জব্দ করার পর মুচলেকা নিয়ে চালকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সাতক্ষীরার ৩৩ বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।