১০ থেকে ২৭ আগস্ট চট্টগ্রাম নগরে বাস-মিনিবাসের জরিপ করবে সিএমপি
চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচল করা বাস-মিনিবাস গুলোর জরিপ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত জরিপ কাজের জন্য তাদের
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছে ১৬ হাজার ৪ শত ৮৭ পরিবার। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব চাল উপজেলার ১১ টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এর মধ্যে কলাবাড়ি ১ এক হাজার ৫ শত,সাদুল্লাপুর ১ হাজার ৮ শত ৪৭, রামশীল ১ হাজার,বান্ধাবাড়ি ৯ শত ৬৫, রাধাগঞ্জ ১৭ শত ৮৩,কুশলা ১৯ শত ৩০, হিরণ ১৯ শত ৫০, আমতলী ১৬ শত ৬৩, শুয়াগ্রাম ৬ শত ১৬ পিনজুরি ২১ শত ৫০ ও কান্দি ১ হাজার ৮৩ । আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ১১ টি ইউনিয়নে এসব চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। এসময় দায়িত্বরত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ১০ কেজি করে চাল সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্তীর দেওয়া ভিজিএফের ১০ কেজি করে চাল উপজেলার ১৬ হাজার ৪ শত ৮৭ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।