Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গরুর হাটে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ আছে : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ২:২৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উদযাপনে জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তবে অনলাইনে তাদের তৎপরতা আছে। কারণ, জঙ্গিরা কখনই বসে থাকে না বলে জানান তিনি।

শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঈদুল আজহায় কোনো হাট থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি। গরুর হাটে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ আছে।

ডিএমপি কমিশনার বলেন, যানজট এখন নেই তবে মহাসড়কের কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে।

এ সময় তিনি, ঈদগাহে মোবাইল ডিভাইস ও ব্যাগ না আনার অনুরোধ জানান।তবে বৃষ্টির কারণে ছাতা আনা যাবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি কমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ