Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদে ফাগুন অডিও ভিশনের বিশেষ পাঁচফোড়ন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। অনুষ্ঠানটি এটিএন বাংলার ২৫তম বর্ষপূতি উপলক্ষে ১৫ই জুলাই, শুক্রবার রাত ১০:৩০ মিনিটে প্রচার হবে। ঈদুল আজহার দিনে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। বলা বাহুল্য ‘পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ধরণ ভিন্নরকম থাকে, যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন তারকা শিল্পীরা নাটকীয় ভঙ্গিতে উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। পাঁচফোড়নে গান থাকছে ৪টি। কোরবানীর উপর একটি গান তৈরী করা হয়েছে। এছাড়াও লিটন অধিকারী রিন্টুর কথা ও প্রণব ঘোষের সুরে রবি চৌধুরী ও সাবাতানির গাওয়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি জনপ্রিয় গান নতুন করে চিত্রায়ণ করা হয়েছে। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মীর সাব্বির ও কুসুম শিকদার। আমাদের দেশে গ্রামে-গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক মানুষ আছেন যারা নিজের দায়বোধ থেকে কাজ করে থাকেন। রংপুরের পালিচড়া গ্রামের তেমনই একজন মিষ্টভাষী প্রচার মানব নজরুল ইসলামের অভিনব প্রচারণার উপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। স্বর্ণ অনুসন্ধানের উপর রয়েছে একটি প্রতিবেদন। এছাড়াও এবারের পাঁচফোড়নে ঈদের কেনাকাটা ও নানান সমসাময়িক বিষয় নিয়ে বেশ কিছু রসাত্মক নাট্যাংশ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে ফাগুন অডিও ভিশনের বিশেষ পাঁচফোড়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ