Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১০:৪১ পিএম

অবশেষে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এনে রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল সচল করা হয়। এর আগে শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ের স্টেশনমাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে এনে ইঞ্জিন সংযুক্ত করা হলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় যমুনা এক্সপ্রেস কাওরাইদ, জামালপুর কমিউটার শ্রীপুরে ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখী যাত্রীদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ