Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:৩৫ পিএম | আপডেট : ১২:৫২ পিএম, ৯ জুলাই, ২০২২

চার হাজার চারশ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার যে চুক্তি করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেক অ্যাকাউন্টের’ সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ধনকুবের, এমনটাই জানা যাচ্ছে।

ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা ব্যর্থ হয়েছে। অথচ স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল বিষয়।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে এলো এই ঘোষণা।

ইলন মাস্ক বলেছেন যে টুইটার স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি পিছিয়ে গেছেন।

টুইটার কর্তৃপক্ষ বলেছে যে তারা চুক্তিটি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলন মাস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ