Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পলিথিনের ব্যবহার বন্ধে মানববন্ধনে পরিবেশবাদী দুই সংগঠন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অবৈধ পলিথিন ব্যাগ ও টিস্যু ব্যাগ উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশবান্ধব সংগঠন (বিইওসি)। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০২ সালে পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। সেই অনুযায়ী আইনও প্রণয়ন করা হয়। কিন্তু আইনটি সঠিকভাবে কার্যকর না হওয়ায়  দেশে ক্রমাগত পলিথিনের ব্যবহার বেড়েই চলেছে। পলিথিনবিরোধী কার্যক্রমে কর্মরত গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, কিছুদিন আগে অবৈধ পলিথিন কারখানা নিয়ে রিপোর্ট করতে গেলে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করা হয়। এ ব্যাপারে সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছা করে এড়িয়ে গেছে। এসময় অবৈধ পলিথিন ও টিস্যু ব্যাগ উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে ৫ দফা দাবি জানান তারা। তাদের দাবির মধ্যে রয়েছেÑ নিষিদ্ধকরণ আইনের দ্রুত কার্যকর ও বাস্তবায়ন এবং অবৈধ পলিথিন কারখানা মালিকদের শাস্তির আওতায় আনা। পলিথিনের কাঁচামাল অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ, পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব চটের ব্যাগসহ অন্যান্য ব্যাগের ব্যবহার বৃদ্ধি ইত্যাদি। মানববন্ধনে পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পলিথিন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আলমগীর কবির, পরিবেশবান্ধব সংগঠন (বিইওসি) সভাপতি হাজী সাইদুর রহমান রানা, আব্দুল মতিন, কাজী মোজাহিদ, জাবেদ জাহান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ