Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাসপাতালটি দক্ষিণ চট্টগ্রামে হোক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

চট্টগ্রামবাসীর সমন্বিত আন্দোলনের ফলে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রামের সিআরবিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আওতায় হাসপাতাল করার প্রস্তাবটি পরিবর্তন করে, নতুন স্থান হিসেবে নাম পস্তাব করা হয় উত্তর চট্টগ্রামের কুমিরায়। যদিও উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল নামে একটি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, কুমিরা থেকে যেটির দূরত্ব ১৬ কিলোমিটার। কিন্তু দক্ষিণ চট্টগ্রাম বান্দরবান ও কক্সবাজার জেলার সেতু বন্ধন এবং এতো সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখানে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। এর ফলে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষকে প্রতিনিয়ত নানান বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। দুটি জেলার সংযোগস্থল ও বৃহৎ এ জনপদের মানুষের আধুনিক চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক দিক বিবেচনা করে কুমিরায় প্রস্তাবিত হাসপাতালটি না করে, এটি দক্ষিণ চট্টগ্রামে স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম. নাজমুল হক চৌধুরী
সমাজকর্মী, চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতালটি দক্ষিণ চট্টগ্রামে হোক
আরও পড়ুন