Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাশার বাহিনীর অগ্রাভিযানের মুখে পালাচ্ছে এলাকাবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অভিযানের পরিপ্রেক্ষিতে হাজারো বেসামরিক মানুষ পূর্ব আলেপ্পো ছেড়ে পালাচ্ছে। সিরিয়ার সেনাবাহিনী গত রোববার জাবাল বাদরো পুনর্দখল করে। একদিন আগে তারা হানানো এলাকা পুনরায় দখল করে। সেনাবাহিনী আরো এলাকা পুনর্দখলের জন্য অগ্রসর হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, অভিযানের পরিপ্রেক্ষিতে হাজারো বেসামরিক মানুষ পালানোর চেষ্টা করছে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। পূর্ব আলেপ্পোয় এখনো প্রায় তিন লাখ মানুষ রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। পূর্ব আলেপ্পোয় ঠিক কী ঘটছে, তার স্পষ্ট চিত্র পাওয়া দুরূহ। তবে সেখানকার পরিস্থিতি সম্পর্কে নানা সূত্র থেকে তথ্য আসছে। সেসব তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। আলেপ্পোর এক শিশু তার টুইটারে লিখেছে, সেখানে বোমাহামলা হচ্ছে। তাদের বাড়িতেও বোমা পড়েছে। পূর্ব আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী ১৫ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে। আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ