Inqilab Logo

রোববার, ১৪ আগস্ট ২০২২, ৩০ শ্রাবণ ১৪২৯, ১৫ মুহাররম ১৪৪৪
শিরোনাম

সাশ্রয়ী ফোন জেলটা এফ১৭

আদনান রিয়াদ | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে ‘স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড’ বাজারে এনেছে জেলটা এফ১৭ মডেলের বহু সুবিধার সাশ্রয়ী ফোন। অত্যন্ত আকষর্ণীয় ডিজাইনের এই ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে­, ৩২ মেগা রম+৩২ মেগা র‌্যাম, ১৬ জিবি পর্যন্ত মেমোরি সুবিধা। ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ১৪৫০ মিলিঅ্যাম্পায়ারের। হ্যান্ডসেটটির টক টাইম ১১ ঘন্টা এবং স্ট্যান্ডবাই টকটাইম ২৩০ ঘন্টা। এতে ওয়্যারলেস এফএম, ভিডিও এবং কল রেকর্ডার, এমিপিথ্রি, এমপিফোর, ব্লুটুথ, ভাইব্রেটর, জিপিআরএস, টর্চ প্রভৃতি অপশন রয়েছে। এক বছরের ওয়ারেন্টিসহ ধুসর, নীল, সোনালী ও লাল রঙের সাশ্রয়ী মুল্যের এ হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে সারা দেশে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ