Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মরব অথবা বাঁচব, ভারতীয় রাজনীতি থেকে মোদিকে সরাবোই : মমতা

নোট বাতিলের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে বনধ পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:৩৪ এএম

নোট বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি মরব অথবা বাঁচব, ভারতীয় রাজনীতি থেকে প্রধানমন্ত্রী মোদিকে সরিয়ে দেবোই।’ গতকাল সোমবার কোলকাতার ধর্মতলায় এক প্রতিবাদ সমাবেশে তিনি ওই প্রত্যয় ব্যক্ত করেন।
মমতা বলেন, ‘কোনো পরিকল্পনা ছাড়াই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। নোট বাতিলের সিদ্ধান্তে সারা দেশকে রসাতলে দিয়ে প্রধানমন্ত্রী নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। নগদ টাকার অভাবে সমাজের সর্বস্তরের মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে।’
মমতা ‘ক্যাশলেস দেশ, ফেসলেস মোদি’ বলে কটাক্ষও করেন। তিনি বলেন, ‘এমন হঠকারী সিদ্ধান্ত পৃথিবীতে কখনো নেয়া হয়নি। মোদি এখন ভগবান হয়ে উঠতে চাইছেন।’
নোট বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন না করলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্না-অবস্থানে বসারও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তার অভিযোগ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশে স্বৈরাচার কায়েম করেছেন। দেশকে বিক্রি করে দিয়েছেন। মানুষ কী খাবে, কী পরবে, কী বলবে, কী ফিল্ম তৈরি করবে, সবকিছুতেই নাক গলাচ্ছে কেন্দ্র সরকার।’
অন্য দিকে, নোট বাতিল ইস্যুতে সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদে গতকাল বিভিন্ন বামদলের ডাকা ভারত বন্ধে তেমন কোনো প্রভাব পড়েনি। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন  তৃণমূল বন্্ধের বিরোধিতা করায় কলকাতাসহ গোটা রাজ্যের জনজীবন স্বাভাবিক রয়েছে।
কোলকাতায় গতকাল বামপন্থীদের পক্ষ থেকে নোট বাতিলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে মিছিল করা হয়। গতকাল জম্মুতে কংগ্রেস কর্মীরা আক্রোশ মিছিলের আয়োজন করলে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। বিহারের দ্বারভাঙ্গা সিপিআই(এমএল) কর্মীরা সড়কে ট্রাক থামিয়ে বিক্ষোভ দেখায় এবং জাহানাবাদে হটিয়া-পাটনা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে।
তামিলনাড়ুতে প্রধান বিরোধী দল ডিএমকে’র পক্ষ থেকে নোট বাতিলের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ দেখানো হয়। কেরালায় বামপন্থী দল ক্ষমতায় থাকার সুবাদে এখানে বন্্ধের প্রভাব পড়েছে। রাজধানী তিরুবানন্তপুরমে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দিল্লিতে ১০টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্্ধের ডাক দেয়া হলেও ক্ষমতাসীন আম আদমি পার্টি বন্্ধের পথে যায়নি। উত্তর প্রদেশের এলাহাবাদে নোট বাতিলকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি সমর্থকরা ট্রেন অবরোধ করে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খ- প্রভৃতি রাজ্যে বিজেপি ক্ষমতাসীন থাকায় এসব রাজ্যে বন্্ধের কোনো প্রভাব পড়েনি। সূত্র : পার্স টুডে





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ