Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম দিন সাঁতারে ভরাডুবি লাল-সবুজদের

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ সাঁতারের আরেকটি ব্যর্থতার গল্প লিখতে হচ্ছে বার্মিংহামে বসে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের খেলা শুরু হওয়ার প্রথমদিনই পুলে ভরাডুবি হয়েছে লাল-সবুজদের। গতকাল বার্মিংহামের স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারের পুলে বাংলাদেশের সাঁতারুদের লজ্জাজনক পারফরম্যান্স হতাশ হতে হয়েছে এখানে অবস্থারত বাংলাদেশিদের। কমনওয়েলথ গেমসের অনত্যম আকর্ষনীয় ইভেন্ট সাঁতারে ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে হিটেই বাদ পড়েছেন মাহমুদুন নবী নাহিদ। চার নাম্বার হিটে সাঁতার কাটতে নামা মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। তিনি সময় নিয়েছেন ২৬ দশমিক ২৫ সেকেন্ড। নাহিদের মতো নিজের হিটে সবার শেষে সাঁতার শেষ না করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ মরিয়ম আক্তার। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নাম্বার হিটে নামা মরিয়ম ৩৭ দশমিক ৯০ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করেন।
পারফরম্যান্সে কতটা পিছিয়ে বাংলাদেশের অ্যাথলেটরা তা প্রতিটি বড় আসরেই ফুটে ওঠে। এদিন নবীর হিটে প্রথম হওয়া বাহরাইনের লেমার টেইলর সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ২৪ দশমিক ২১ সেকেন্ড। অর্থাৎ এক এবং আটের মধ্যে ব্যবধান ২ দশমিক ০৪ সেকেন্ড। আর সপ্তম হওয়া সিশেলসের ম্যাথিউ ব্যাচম্যানের (২৬.১৬ সেকেন্ড) সঙ্গে নাহিদের ব্যবধান শূন্য দশমিক ০৯ সেকেন্ড। সবহিট মিলিয়ে ৫৪ জনের মধ্যে ৪১তম হওয়া নাহিদ সেমিফাইনালে ওঠতে ব্যর্থ। সর্বশেষ ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে ২৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছিলেন। চার বছর পর বার্মিংহামে স্কোরিংয়ে উন্নতি করলেও হিটে সবার শেষে নাহিদের অবস্থানটি প্রমান করেছে বাংলাদেশ আগের জায়গাতেই আছে। তবে বাকি দেশগুলো ঠিকই এগিয়ে গেছে সববিভাগে। নাহিদ ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ১ আগস্ট। মরিয়মের পারফরম্যান্স কিছুটা উন্নতি হয়েছে। নিজের হিটে সাত জনের মধ্যে পঞ্চম হওয়া মরিয়মের সঙ্গে এক নাম্বার হওয়া পাপুয়া নিউগিনির জর্জিয়া-লে ভেলের (৩৬.৫১ সেকেন্ড) মধ্যে সময়ের ব্যবধান ১ দশমিক ৩৯ সেকেন্ড। সব হিট মিলিয়ে ৩৩ জনের মধ্যে ৩০তম হয়েছেন মরিয়ম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম দিন সাঁতারে ভরাডুবি লাল-সবুজদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ