Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বানারীপাড়ায় মুখোমুখি অবস্থানে দুই গ্রুপ

সম্মেলন ছাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : সম্মেলন ছাড়া উপজেলা ও পৌর বিএনপির আকস্মিক ভাবে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বানারীপাড়ায় বিবদমান দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ। সম্মেলন ছাড়া নব ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়েছে একটি গ্রুপ। কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে। গত সোমবার সকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বন্দর বাজারসহ বাসষ্ট্যান্ড হয়ে ডাক বাংলো চত্বরে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির পূর্বের কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির পূর্বের কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাসান বালী, সম্পাদক গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালেক হাওলাদার, সম্পাদক সৈয়দ মোঃ শামসুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সরদার, সদর ইউনিয়ন সভাপতি মাস্টার আঃ হালিম, বাইশারী ইউনিয়ন সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইয়েদুর রহমান, উদয়কাঠি ইউনিয়ন সভাপতি মোঃ কাঞ্চন তালুকদার, সম্পাদক সৈয়দ মোঃ শাহিন, ইলুহার ইউনিয়ন সভাপতি মোঃ নুরুজ্জামান আকন, সম্পাদক প্রভাষক আক্তারুজ্জামান বিপ্লব, সৈয়দকাঠি ইউনয়ন বিএনপির সম্পাদক মোঃ আবুল কালাম বালী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব ফকির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম সরোয়ার হাওলাদার, সাবেক সম্পাদক মোঃ মনিরুল আলম মিঠু মোল্লা, পৌর বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাস্টার মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক মোঃ সজিব মিয়া, পৌর সভাপতি ফারুক মল্লিক, সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ হায়দার হোসেন, যুবদল নেতা মাস্টার মোঃ জাকির হোসেন, উপজেলা শ্রমিকদল সভাপতি স¤্রাট তালুকদার, সম্পাদক মোঃ সেন্টু ডাকুয়া প্রমুখ। বক্তারা উজিরপুর উপজেলার বাসিন্দা এস শরফুদ্দিন আহমেদ সান্টুকে বহিরাগত ভাড়াটে নেতা আখ্যা দিয়ে আগামী ৩ দিনের মধ্যে ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ