ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ফরিদপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়ে নিহত হয়েছেন আবুল কালাম নামে এক যুবক। বিষয়টি ফরিদপুর কোতায়ালী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করছেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি বনবিভাগ থেকে শহীদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানার পুলিশ। কিশোর শহীদুল লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের পুত্র।
শহীদুলের মা শাহনা বেগম জানান, তার পুত্র শহীদুল ইসলাম সহ স্থানীয় ৩কিশোর মিলে রবিবার সন্ধায় পার্শ্ববর্তী জঙ্গলে লাকড়ী কুড়াতে যায়। রাত ৮ টায় খবর আসে বনবিভাগের লোকরা শহীদ কে গুলি করেছে। এ সংবাদ পেয়ে আত্বীয স্বজনরা বনে তালাশি করে খোঁজে পায় ফুল ছড়ি বনে কিশোর শহীদের লাশ।
বিষয়টি চকরিয়া থানার পুলিশে জানানো হলে লাশ সেখান থেকে উদ্ধার করে ১ আগষ্ট সকালে কক্সবাজার মর্গে প্রেরন করেন। বিকাল সাড়ে তিন টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সেখানেই রয়েছে।
এদিকে অভিযুক্ত বনকর্মীরা অফিসে তালা দিয়ে তারা আত্নগোপনে চলে গেছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।