Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিকআপে ডিজে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে গাড়িতে গান বাজাচ্ছিলেন ২৭ জনের একটি দল। কিন্তু পথিমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এএনআই জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে একজন। তাদের সবাইকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি দল পিকআপে করে জলপাইগুড়ির জল্পেশ শিব মন্দিরে যাচ্ছিল। গাড়িতে ডিজেও চলছিল। তাদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর দুর্ঘটনাটি ঘটে। এতে বেশ কয়েকজন অচেতন হয়ে পড়ে। তা দেখে চালক পিকআপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের দাবি, হুট করেই গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়। তা থেকেই তাদের সঙ্গীদের প্রাণ গেছে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনোক্রমে শর্ট সার্কিট হয়ে যায়। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে- শর্ট সার্কিট থেকেই এ ঘটনাটি ঘটেছে। পিকআপ ভ্যানের যাত্রীদের চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার সবাই শীতলকুচির বাসিন্দা। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।এএনআই, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিকআপে ডিজে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ