Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগামীকাল মিয়ানমার দূতাবাস ঘেরাও ও স্মারকলিপি প্রদান

১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু হত্যাযজ্ঞের প্রতিবাদে আগামীকাল ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং ১৬ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি সফল করার জন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসলমান ও মানবতাবাদীদেরকে এগিয়ে আসার লক্ষ্যে উদাত্ত আহবান জানিয়েছে সংশ্লিষ্ট ইসলামী দল। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর
মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু হত্যাযজ্ঞের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ। গতকাল  রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসা হলরুমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় নেতৃবৃন্দ ঢাকার আলেম উলামা ও দ্বীনদার জনতার প্রতি কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে হেফাজত নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারের রাখাইন মগদস্যু আর সেনাদের বর্বরোচিত হামলায় নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের রক্ত ঝরছে। নেতৃবৃন্দ বলেন, মিয়ানমার সরকার যা করছে তা নিশ্চিত যুদ্ধাপরাধ। যুদ্ধবাজ মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় প্রয়োজনে লড়াই করতে হবে।  
সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মুফতী ফয়জুল্লাহ, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মহানগর সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান।   
ইসলামী আন্দোলন  
মিয়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যা, নারী ও শিশুদের ধর্ষণ ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়াসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত এবং চরম নির্মমতার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর ২০১৬ মিয়ানমার অভিমুখে লংমার্চ এবং ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। চরমোনাই মাদরাসায় সংগঠনের সর্বোচ্চ পরিষদের নেতৃবৃন্দের এক বৈঠকে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান।
বৈঠকে মিয়ানমার সরকার মুসলমানদের রক্তের নেশায় মদমত্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘোরও এবং ১৮ ডিসেম্বর বাংলাদেশের ইসলামপ্রিয় ঈমানদার জনতা মিয়ানমারের মুসলমানদের রক্ষায় লংমার্চ করে মিয়ানমার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি লংমার্চ সফলে দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মুসলমানদের এবং মানবতাবাদীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাবনায়  মানববন্ধন
পাবনা জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবসে  পাবনায়  ফেডারেশানের  অন্তর্ভূক্ত  পাবনা অঞ্চলের নাট্য সংগঠনগুলো মঙ্গলবার বেলা ১২টার দিকে পাবনা প্রেসক্লাবের  সামনে দেশের এবং দেশের বাইরে রোহিঙ্গাসহ বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ধর্ষণ, হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের পাবনা অঞ্চলের ৫টি দল পাবনা ড্রামা সার্কেল, থিয়েটার-৭৭, দর্পণ নাট্য গোষ্ঠী, চিকনাই থিয়েটার, সতীর্থ থিয়েটারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পাকুন্দিয়ায়  বিক্ষোভ
পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টায় উপজেলা পরিষদ গেইটের সামনে ঢাকা-কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে তারাকান্দি জামিয়া হুছাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি, পাকুন্দিয়া এমদাদুল উলুম কওমী মাদরাসা, চরফরাদী জামেউল উলুম কওমী মাদরাসা, খানকাহ মুহিব্বিয়া মাদানিয়া ও আল জামিয়াতুল মাদানিয়া শফিউল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনী, মাওলানা মো. সোলায়মান, মাওলানা মো. জাকারিয়া প্রমুখ।
লালমোহনে মানববন্ধন
লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, “জাগো বিশ্ব বিবেক জাগো, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতি মুসলমানদের বাঁচাও, অবিলম্বে বাতিল কর মিয়ানমারের অশান্তির ডাইনি অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার”- সময়ের জরুরী এই আবেদন নিয়ে লালমোহন সকল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় লালমোহন চৌরাস্তার মোড়ে আয়োজিত স্মরণকালের বৃহত্তম মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিয়ানমারের নির্যাতিত নিপিড়ীত মানুষের প্রতি সমবেদনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাক্ষুসি অং সান সুচির বিচার দাবি করেছেন লালমোহন-তজুমুদ্দিনের গণমানুষের নেতা আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি কবি প্রভাষক সাংবাদিক রিপন শানের সভাপতিত্বে এবং অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ প্রভাষক দিদারুল ইসলাম অরুন প্রমুখ।
কুষ্টিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : মিয়ানমার সরকারের প্রকাশ্য ইন্ধনে সেনাবাহিনী ও উগ্রবাদীদের দ্বারা রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ। মঙ্গলবার বাদ আছর শহরের বড় বাজার রেলগেট থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সাবেক সভাপতি মুফতি আব্দুল হামিদ, বর্তমান মহাসচিব রেজাউল করিম, উপদেষ্টা শামছুল হক।
বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে হত্যাযজ্ঞ ও বর্বরতা চলছে তা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানাবে। বর্তমানে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন হত্যা করা হচ্ছে তাতে বিশ্বের সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার জন্য লক্ষ লক্ষ মুসলমান প্রস্তুত রয়েছে।
বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খানের পরিচালানায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস, সদস্য ইব্রাহীম খলিল প্রমুখ। সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লাহরদরগা মহিলা মাদরাসার মুহতামিম ফিরোজুল আলম। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও পায়ে হেটে হাজার হাজার তৌহিদি জনতা বড় বাজার রেল গেটে সমেবত হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
পাবনায়  মানববন্ধন
পাবনা জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবসে  পাবনায়  ফেডারেশানের  অন্তর্ভূক্ত  পাবনা অঞ্চলের নাট্য সংগঠনগুলো মঙ্গলবার বেলা ১২টার দিকে পাবনা প্রেসক্লাবের  সামনে দেশের এবং দেশের বাইরে রোহিঙ্গাসহ বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ধর্ষণ, হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের পাবনা অঞ্চলের ৫টি দল পাবনা ড্রামা সার্কেল, থিয়েটার-৭৭, দর্পণ নাট্য গোষ্ঠী, চিকনাই থিয়েটার, সতীর্থ থিয়েটারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পাকুন্দিয়ায়  বিক্ষোভ
পাকুন্দিয়া উপজেলা সংবাদদাতা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টায় উপজেলা পরিষদ গেইটের সামনে ঢাকা-কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে তারাকান্দি জামিয়া হুছাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি, পাকুন্দিয়া এমদাদুল উলুম কওমী মাদরাসা, চরফরাদী জামেউল উলুম কওমী মাদরাসা, খানকাহ মুহিব্বিয়া মাদানিয়া ও আল জামিয়াতুল মাদানিয়া শফিউল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনী, মাওলানা মো. সোলায়মান, মাওলানা মো. জাকারিয়া প্রমুখ।
লালমোহনে মানববন্ধন
লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, “জাগো বিশ্ব বিবেক জাগো, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতি মুসলমানদের বাঁচাও, অবিলম্বে বাতিল কর মিয়ানমারের অশান্তির ডাইনি অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার”- সময়ের জরুরী এই আবেদন নিয়ে লালমোহন সকল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় লালমোহন চৌরাস্তার মোড়ে আয়োজিত স্মরণকালের বৃহত্তম মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিয়ানমারের নির্যাতিত নিপিড়ীত মানুষের প্রতি সমবেদনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাক্ষুসি অং সান সুচির বিচার দাবি করেছেন লালমোহন-তজুমুদ্দিনের গণমানুষের নেতা আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি কবি প্রভাষক সাংবাদিক রিপন শানের সভাপতিত্বে এবং অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ প্রভাষক দিদারুল ইসলাম অরুন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ