Inqilab Logo

বুধবার, ১৭ আগস্ট ২০২২, ০২ ভাদ্র ১৪২৯, ১৮ মুহাররম ১৪৪৪
শিরোনাম

শোকাবহ আগস্টে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের শোক প্রস্তাব গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৭:২৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পদ্মা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ সভায় শোক প্রস্তাব গ্রহণ করেছে।

পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এর সভাপতিত্বে ২ আগস্ট, মঙ্গলবার পরিচালনা পর্ষদের ৮৯তম সভায় যথাযথ মর্যাদায় শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় শোক প্রস্তাব পেশ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। আলোচনায় পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও অর্জন এবং দেশের প্রতি তাঁর অবদানের বিষয়ে উল্লেখ করেন। এছাড়া বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-সহ ১৫ আগস্টের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিচালকবৃন্দ। প্রতিকীভাবে শ্রদ্ধা প্রদর্শনের জন্য পরিচালকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পদ্মা ব্যাংক আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচী গ্রহণ করেছে।

গুলশান হেড অফিসে আয়োজিত সভায়-অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, আবু কায়সর (এফসিএ) এবং শাহনুল হাসান খান। ভার্চুয়ালি সভায় যোগ দেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুছ ছালাম আজাদ (এফ.এফ),অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, এম ইমতিয়াজ ফারুক, জাহিদুর রহমান (এফসিএ), সৈয়দ রফিকুল হক। এছাড়া পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন সভায় উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ