Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাকড়সা পোড়াতে গিয়ে দাবানল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১০:৩৪ এএম

মাকড়সা পোড়ানোর চেষ্টা করতে গিয়ে দাবানল ঘটিয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। এই দাবানলে পুড়ে গেছে পাহাড়ি এলাকার ৬০ একর জঙ্গল। গত সোমবার দেশটির উটাহ অঙ্গরাজ্যের স্প্রিংভিলে অঞ্চলে এই দাবানল ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, ওই যুবক একটি লাইটার ব্যবহার করে একটি মাকড়সাকে জীবন্ত পুড়িয়ে দেয়ার চেষ্টা করলে দাবানল শুরু হয়ে যায়। মঙ্গলবার ম্যাপেলেটন শহরের দমকল বিভাগের ফেসবুক পাতায় আগুন নেভানোর অভিযানের ছবি প্রকাশ করা হয়েছে।

উটাহ কাউন্টি শেরিফের টুইট বার্তায় বলা হয়েছে, দুর্ঘটনাবশত এই আগুন ধরিয়ে দেন ২৬ বছরের কোরি অ্যালান মার্টিন। তিনি দাবি করেছেন, একটি মাকড়ড়সা দেখতে পেয়ে লাইটার দিয়ে সেটি পুড়িয়ে দেয়ার চেষ্টা করতে গিয়ে আগুন ধরে যায়।

কাউন্টি শেরিফ সার্জেন্ট স্পেন্সার ক্যানন বলেন, এটা হয়তো তার দেখা সবচেয়ে অদ্ভূত ঘটনা। তিনি বলেন, লাইটার দিয়ে একটি মাকড়সা পোড়ানোর চেষ্টা করতে গিয়ে আগুন ধরে গেছে। এটি অস্বাভাবিক আগুন ধরানো তালিকার শীর্ষে থাকতে পারে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কেএসএলটিভির খবরে বলা হয়েছে, ওই যুবককে গ্রেফতারের পর তার ব্যাগে মারিজুয়ানা এবং অন্যান্য মাদক সামগ্রী পাওয়া গেছে। বেপরোয়া আগুন জ্বালিয়ে মানুষকে বিপদে ফেলা এবং মাদক রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ