Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ পুলিশের গুলি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অনন্ত ৩০জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়নের গহড়া এবং পূর্ব জাফলং ইউনিয়নের ছোটখেল গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গরু চুরিকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে তারা দেশীয় অস্ত্র নিয়ে গহড়া হাওরে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গির হোসেন সর্দারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিপেটা এবং নয় রাউন্ড ফাঁকা ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ