পরকীয়ার জের নবজাতককে হত্যা, আটক ৩
ঝিনাইদহ সদর হাসপাতালে সদ্য ভুমিষ্ঠ শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতা হচ্ছে নবজাতকের মা নুরুন্নাহার, নানি কমলা খাতুন
নাটোরের বাগাতিপাড়ার জামনগরের করমদোশি গ্রামে থেকে শুক্রবার বিকালে মহসিন ফকির (৭৫), নামের এক বৃদ্ধের আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত নছির ফকিরের ছেলে।
আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউ.পি চেয়ারম্যান গোলাম রব্বানী তাদের পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে মহসিন ফকির বিভিন্ন অসুখে ভুগছিল। ঘটনার দিন বিকালে স্থানীয়রা তাকে মাফলার পেঁচিয়ে বাড়ির পাশের আম গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আইনী প্রক্রয়া গ্রহণকরা হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।