Inqilab Logo

বুধবার, ০৫ অক্টোবর ২০২২, ২০ আশ্বিন ১৪২৯, ০৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী

মুক্তির অপেক্ষায় ঐশীর দুই সিনেমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

এ সময়ের মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী পড়ালেখার ব্যস্ততার কারণে শোবিজ থেকে দূরে আছেন। সুন্দরী প্রতিযোগিতা থেকে আসা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তার বর্তমান ব্যস্ততার খবর দেন। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় তার বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলো তোলা হয়েছে একটি বিউটি পার্লারের অনুষ্ঠানে। লয়্যালিটি ইজ রয়্যালিটি নামে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বর্তমান ব্যস্ততা নিয়ে ঐশী বলেন, পড়ালেখাসহ কিছু ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে আছি। এখন কাজ থেকে একটু দূরে। আশা করছি, খুব শিঘ্রই নতুন কাজের খবর দিতে পারব। উল্লেখ্য, ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ঐশীর। তারপর মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘রাত জাগা ফুল’। তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দামাল’ এবং ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দুটি। এ বছরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তির অপেক্ষায় ঐশীর দুই সিনেমা
আরও পড়ুন