আইজিপির যুক্তরাষ্ট্র সফরে নিয়ে কাজ চলছে-সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতা বলেছেন ইউএনের সঙ্গে তাদের একটি সমঝোতা রয়েছে। সে অনুযায়ী এটা প্রক্রিয়ায় রয়েছে। সেটা
আগামী তিন দিনে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আর বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, রংপুর ও সৈয়দপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা প্রশমিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।