Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিষিদ্ধ থাকবেন নেপিডোর শীর্ষ সামরিক কর্তাব্যক্তিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:১৩ এএম

মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ান। জান্তা শাসনাধীন দেশটির সংকট সমাধানে ১৫ মাস আগের প্রস্তাবে অগ্রগতি না হওয়া পর্যন্ত জোটের সব বৈঠকে নিষিদ্ধ থাকবেন নেপিডোর শীর্ষ সামরিক কর্তাব্যক্তিরা। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ওই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আগের দিন শুক্রবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতির মাধ্যমে সংকট থেকে উত্তরণে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে জান্তা কর্তৃপক্ষের তৎপরতার সমালোচনা করেন। এতে অভিযোগ করা হয়, সংকট সমাধানে মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে অগ্রগতি নেই। সংবাদ সম্মেলনে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূত পার্ক সোখন বলেন, ‘সেনা কর্মকর্তাদের এমন ভূমিকা রাখতে হবে যাতে দেখা যায় যে অগ্রগতি হয়েছে। এরপর আমরা অগ্রগতির বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হব।’ শুক্রবারের বিবৃতিতে আসিয়ান মন্ত্রীরা আগামী নভেম্বরে শীর্ষ সম্মেলনের আগে জান্তা কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর ধারাবাহিকতায় আসিয়ান শীর্ষ সম্মেলনে জান্তা সরকারের প্রতিনিধিত্ব নিষিদ্ধ করা হলো। জান্তা কর্তৃপক্ষ কোনো অগ্রগতি দেখাতে পারলে পরিস্থিতি অন্য রকমও হতে পারে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ থাকবেন নেপিডোর শীর্ষ সামরিক কর্তাব্যক্তিরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ