Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিয়ামতপুরে প্রবীন নেতা এনামুল হকের জানাজা ও দাফন সম্পন্ন

খাদ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ৫:৫৮ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ৮ আগস্ট, ২০২২

নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এনামূল হকের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় রাজনৈতিক সহকর্মি, আতœীয়স্বজন ও শুভাকাঙ্খিসহ হাজারো মানুষ অংশ নেন।

সোমবার ১১ টার দিকে নিয়ামতপুর মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিয়ামতপুর উত্তরপাড়া পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
এরআগে মরহুমকে শেষবারের মত দেখতে ও শ্রদ্ধা জানাতে লাশবাহী গাড়ি জানাজা স্থলে রাখা হয়। পরে দলীয় পতাকা দিয়ে মোড়ানো মরহুমের কফিনের পাশে ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান তাঁর দীর্ঘ দিনের সহকর্মী বন্ধু স্থানীয় এমপি নওগাঁ জেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। এরপর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া স্থানীয় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ভারতের টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনামুল হক। দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ