Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক আম্পায়ার রুডি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ৭:৪০ পিএম | আপডেট : ১:৩৫ এএম, ১০ আগস্ট, ২০২২

সাবেক দক্ষিণ আফ্রিকান আম্পায়ার রুডি কোয়ের্টজেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, কেপ টাউন থেকে ডেসপাচে যাওয়ার পথে মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে কোয়ের্টজেনের গাড়ি। ইস্টার্ন কেপের শহর ডেসপাচে পরিবার নিয়ে থাকতেন আইসিসি এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ার।

কোয়ের্টজেনের ছেলে রুডি কোয়ের্টজেন জুনিয়র দক্ষিণ আফ্রিকার আলগোয়া এফএম নিউজকে বলেন, গলফ খেলতে বন্ধুদের সঙ্গে কেপ টাউনে গিয়েছিলেন তার বাবা। “কয়েক জন বন্ধুর সঙ্গে একটি গলফ টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন তিনি। সোমবার তাদের ফেরার কথা ছিল। কিন্তু মনে হয় আরও এক রাউন্ড গলফ খেলতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।”

২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসরে যাওয়ার আগে কোয়ের্টজেন ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। ওই সময়ে যা ছিল রেকর্ড। পরে পাকিস্তানের আলিম দার ভেঙে দেন রেকর্ডটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ