Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুলেট ট্রেইন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম


হলিউড শীর্ষ পাঁচ

১. বুলেট ট্রেইন। ২. ডিসি লিগ অফ সুপার-পেটস। ৩. নোপ।
৪. থর : লাভ অ্যান্ড থান্ডার। ৫. টপ গান : ম্যাভরিক

 

বুলেট ট্রেইন
কোতারো ইসাকার লেখা একই নামের জাপানী উপন্যাস অবলম্বনে অ্যাকশন-থ্রিলার ফিল্মটি পরিচালনা করেছেন ডেভিড লাইচ। ‘জন উইক’ (২০১৪), ‘অ্যাটমিক ব্লন্ড’ (২০১৭), ‘ডেডপুল ২’ (২০১৮) এবং ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস হবস অ্যান্ড শ’ (২০১৯) লাইচ পরিচালিত ফিল্ম। তার নাম লেডিবাগ (ব্র্যাড পিট)। একজন পেশাদার খুনি সে। তার সময় খুব ভাল যাচ্ছিল না। তার দুর্ভাগ্য কাটাবার জন্য তার হ্যান্ডলার মারিয়া (স্যান্ড্রা বুলক) তাকে অপেক্ষাকৃত সহজ কাজ দেয়, যাতে মানুষকে হত্যা করার ঝুঁকি কম। কাজটা হল টোকিও থেকে বুলেট ট্রেনে করে একটি ব্রিফকেস অন্য শহরে নিয়ে যেতে হবে। কাজের ধরণ দেখে তাকে আগ্নেয়াস্ত্র নেবার পরামর্শ দিলেও সে তা অস্বীকার করে এবং কিছু যন্ত্রপাতি সঙ্গে নেয়। কাজের শুরুটা নির্ঝঞ্ঝাটই ছিল, কিন্তু ট্রেন চলতে শুরু করলেই দেখা যায় যাত্রীদের বড় এক অংশ হল তারই মত পেশাদার খুনি। বলাই বাহুল্য লেডিবাগের অতীত ঠিক সরল নয়। আর তাকে যারা পথিমধ্যে আক্রমণ করে তাদের প্রাথমিক উদ্দেশ্যও অনেক ক্ষেত্রে অজানাই রয়ে যায়। বিশ্বের দ্রুততম ট্রেনটি রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুলেট ট্রেইন

১৩ আগস্ট, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ