Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চ্যানেল আই আর্কাইভে ‘ওরা ১১ জন’ সিনেমা অন্তর্ভুক্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর মুক্তির ৫০ বছরপূর্তি এবং চ্যানেল আইতে প্রদর্শন ও আর্কাইভে অন্তর্ভুক্তি উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে এক চুক্তিপত্র হস্ত—ান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা চুক্তিপত্রটি হস্তান্তর করেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. শামীম রেজা, আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান এবং চিত্রনায়িকা অঞ্জনা। এই চুক্তির ফলে ঐতিহাসিক এই চলচ্চিত্রটি এখন বাংলাদেশের সবচাইতে বড় দুর্লভ চলচ্চিত্রের আর্কাইভ চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভুক্ত হলো। উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করেন মরহুম চাষী নজরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ