Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেরুজালেমে যাত্রিবাহী বাসে বন্দুক হামলা, আহত ৭

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১০:৪৭ এএম

অধিকৃত পূর্ব জেরুজালেমে (জেরুজালেম ওল্ড সিটি) একটি যাত্রিবাহী বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েল। রোববার ভোরে এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছে।
এমডিএ প্যারামেডিকস একটি বিবৃতিতে বলেছে, 'আমরা খুব দ্রুত ঘটনাস্থলে ছিলাম। মা'লে হাশালোম স্ট্রিটে আমরা একটি যাত্রীবাহী বাসকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখি, পথচারীরা আমাদেরকে ৩০ বছর বয়সী দুই পুরুষের চিকিৎসার জন্য ডেকেছিল, যারা বন্দুকের গুলিতে আহত হয়েছিল।'
এএফপির প্রতিনিধি উল্লেখ করেছেন যে, ঘটনার স্থান থেকে ইহুদিদের প্রার্থনাস্থল ওয়েস্টার্ন ওয়াল বেশি দূরে নয়। হামলার পর ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোররাতে হামলার পর পালিয়ে যাওয়া বন্দুকধারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এমডিএর মুখপাত্র জাকি হেলার বলেছেন, হামলায় ছয়জন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার সপ্তাহখানেক পরই এমন গুলির ঘটনা ঘটলো। ওই হামলায় গাজায় অনেক ভবন ধসে গিয়েছে। নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন কয়েকশ। অপরদিকে ইসলামিক জিহাদ ইসরায়েলে পাল্টা হামলা চালালেও ইসরায়েলের কেউ নিহত হননি। সূত্র: এএফপি



 

Show all comments
  • jack ali ১৪ আগস্ট, ২০২২, ১:৪২ পিএম says : 0
    তোমরা নিকৃষ্ট নরপিচাশ ধরনের সন্ত্রাসী ইহুদি তোমরা প্রতিদিন প্যালেস্টাইন মুসলিমদেরকে জঘন্য ভাবে অত্যাচার করছে হত্যা করছে তাদের বাড়িঘর প্লেন দিয়ে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে তাদের বাচ্চাদের কে হাত পা বোমের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে আল্লাহ তুমি এই ইবলিশ নরপিচাশ ইসরাইলকে ধ্বংস করে দাও
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরুজালেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ