Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

এফবিআই অভিযান ট্রাম্পের জনপ্রিয়তা ডিস্যান্টিসের চেয়ে ১০ পয়েন্ট বাড়িয়েছে : নতুন জরিপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৮:০৭ পিএম | আপডেট : ৮:০৮ পিএম, ১৪ আগস্ট, ২০২২
নতুন একটি জরিপদেখায় যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে এফবিআইয়েরঅভিযান প্রতিদ্বন্দ্বীরন ডিস্যান্টিসেরতুলনায়ট্রাম্পের জনপ্রিয়তা১০-পয়েন্টবাড়িয়েদিয়েছে। -ইনডিপেন্ডেন্ট
জানা গেছে, ফেডারেলএজেন্টরা১১টিনথিরসেটসরিয়েদিয়েছে,যাক্লাসিফাইড হিসাবেচিহ্নিতকরাহয়েছিল। জরিপঅনুসারে, ডোনাল্ডট্রাম্পেরমার--লাগোএস্টেটেএফবিআইয়ের অভিযানসাবেক মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা জিওপিপ্রাথমিকভোটারদেরমধ্যেসম্ভাব্য২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেপ্রতিদ্বন্দ্বীরনডিস্যান্টিসেরতুলনায়১০-পয়েন্টবাড়িয়েদিয়েছে।
 

 

শীর্ষগোপননথিগুলিঅনুসন্ধানেরজন্যফেডারেলবিচারকেরস্বাক্ষরিতএকটিঅনুসন্ধানপরোয়ানাকার্যকরকরতেকয়েকডজনএজেন্টডোনাল্ডট্রাম্পেরফ্লোরিডারবাড়িতেএসেছিলেন বলে জানা যায়অ্যাটর্নিজেনারেলমেরিকগারল্যান্ডবলেছেনযে,তিনিব্যক্তিগতভাবেঅভিযানেরঅনুমোদনদিয়েছেন, যেখানেডোনাল্ডট্রাম্পএটিরসমালোচনাকরেছেনএবংজোরদিয়েছিলেনযে,তিনিত্রুটিযুক্তকিছুইকরেননি
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ