Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগামী প্রজন্মকে উন্নত বাংলাদেশ উপহার দিতেই কাজ করছেন প্রধানমন্ত্রী-গণপূর্ত প্রতিমন্ত্রী

,তারাকান্দা(ময়মসিংহ)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৪:৩০ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফূলপুর-তারাকান্দার জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ,এমপি বলেছেন“ভবিষ্যৎ প্রজন্মকে একটি উন্নত বাংলাদেশ উপহার দিতেই নিরলস কাজ করে চলেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা।”

১৫ আগষ্ট উপলক্ষ্যে তারাকান্দায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের র‌্যালী ও আলোচনাসভা এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,শোকাবহ আগষ্ট মাসের আজকের এই দিনে আমি স্মরণ করি বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,শেখ জামাল,শেখ কামাল,শেখ রাসেলসহ যারা নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছিলেন তাদের সকলকে।স্বাধীনতার বিপক্ষের শক্তি সেদিন বুলেটের আঘাতে যাদের হত্যা করেছিলে তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।আমি দীপ্ত কন্ঠে শপথ করে বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী প্রজন্মকে একটি সুন্দর,উন্নত,আধুনিক বাংলাদেশ উপহার দিতেই দিনরাত কাজ করে চলেছি।মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশকে রক্ষায় যে কোন অপশক্তিকে মোকাবেলায় কাজ করবো।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে তা কোন অপশক্তিই যেন রুখতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃস্টি রাখতে হবে।

তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুরের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এড.ফজলুল হক,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাহ-উল আলম রুবেল চৌধুরী,মোজাম্মেল হক,যুগ্ম-সাধারণ সম্পাদক আজারুল ইসলাম সরকার,শামসুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ,সালমা আক্তার কাকন,শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুল,যুবলীগের আহবায়ক আঃমান্নান,যুগ্ম-আহবায়ক বিপ্লব চৌধুরীসহ,আওয়ামীলীগ,যুগলীগ,ছাত্রলীগ,বীরমুক্তিযোদ্ধাগণ এবং সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপূর্ত প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ