Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে চাঁদাবাজির সময় এক পুলিশ সদস্যকে আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১১:২১ এএম

রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে চাঁদাবাজির সময় এক পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ওই পুলিশের সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়। আটক পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। তিনি বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ভিলা ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে নগদ ছয় হাজার টাকা নিয়ে যান বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর।
সোমবার রাত ৯টার দিকে ওই ছাত্রের কাছে আরো ১০ হাজার টাকা নেয়ার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলায় দিয়ে বোয়ালিয়া থানার পুলিশকে খবর দেয় স্থানিয়রা। এসময় জনতার হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের হাতে তুলে দেয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ