Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে ৬ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীতে গতকাল বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান চলে। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: সাইদুর রহমান রুবেল জানান, গতকাল দুপুরে মিরপুর থানার সেনপাড়ার আবেদীন ফার্মায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় ব্যবস্থাপক মো: জাবেদকে ২৮ হাজার টাকা জরিমানা, মিরপুর ৩৬ নম্বর প্লটের নুর মেডিসিনের ব্যবস্থাপক মো: আলাউদ্দীনকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, আগারগাঁওয়ের রফিক জেনারেল স্টোর মেয়াদ উত্তীর্ণ খাবার পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক মো: রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও খাবার পণ্যে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করায় রোকেয়া সরণির স্টার কফির ব্যবস্থাপক মো: জাকির হোসেনকে ৫ হাজার টাকা এবং বিক্রমপুর সুইটসের ব্যবস্থাপক মো: মনিরুজ্জামানকে ৩ হাজার টাকা করে সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। তেজগাঁও, বীর উত্তম সাওফাত রোডের ফিট এলিগেঞ্জ বিএসটিআই অনুমোদনহীন কাপড় বিক্রয় করায় ব্যবস্থাপক মো: নাসিম আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো: সাইদুর রহমান রুবেল ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। রুবেল জানান, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ