Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিমিরা সংবর্ধিত

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হংকংয়ে সদ্য সমাপ্ত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার রাতে এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিরোপাজয়ী জাতীয় হকি দলকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান জয় এমপি। এ ছাড়া অন্যদের মধ্যে এয়ার ভাইস মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইস্তেখাবুল হামিদ অপু, হকি ফেডারেশনের সহ-সভাপতি দ্বয় খাজা রহমত উল্লাহ এবং শফিউল্লাহ আল মুনীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) অশোক কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘ক্রিকেটের মতো হকিতেও বাংলাদেশ একদিন ঔজ্জ্বল্য ছড়াবে। বর্তমান সরকারের হকি দল নিয়ে আলাদাভাবে চিন্তা-ভাবনা করছে। সরকারের শতভাগ সমর্থন রয়েছে এই ডিসিপ্লিনের প্রতি। আর হংকংয়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়েই নতুন এই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘আমাদের জাতীয় হকি দল প্রতিনিয়ত উন্নতি করছে। হকি আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অধ্যায়ের সৃষ্টি করেছে। আমাদের বিশ্বাস এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশ দল জায়গা করে নেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ