Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মতলবে দুটি ঔষধের দোকানে জরিমানা

মতলব(চাঁদপুর)উপেজলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৭:১০ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণের মতলব বাজারের বিভিন্ন ঔষদের দোকানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি দোকান থেকে ৫ হাজার ও অপর একটি দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। ২২ আগস্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রি, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গবাদিপশুর এন্টিবায়োটিক ওষুধ বিক্রির অভিযোগে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এ ২ দোকানদারকে জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দোকানের মালিকদের সর্তক করা হয়েছে। অভিযানকালে মতলব বাজারে মাংসের দোকানগুলোতে মাংসের মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তা যাচাই করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ