‘রাজনীতি নিষিদ্ধ’ সত্ত্বেও সাবেক ছাত্রলীগের ব্যানারে বুয়েটে সভা! বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা

আবরার ফাহাদ হত্যার পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর ও কোতয়ালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহাগনর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান, কোতোয়ালির নবাব ইউসুফ রোডের আল্লাহরদান ট্রেডিং এজেন্সির সামনে থেকে আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অপরদিকে পৃথক এক অভিযানে মিরপুর থেকে আলামিন ওরফে সবুজ নামে আরেক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার এসআই মারুফুল ইসলাম জানান, আলামিনকে উত্তর পীরেরাবাগ ৩৬৪/২ বাসার সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।