জয়পুরহাটে গৃহবধূ নিখোঁজের ঘটনায় স্বামীসহ গ্রেফতার-২
জয়পুরহাটে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় তার স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে জেলার ক্ষেতলাল উপজেলার দামগর গ্রামের
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন, সকালে টেকনাফমুখী একটি ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোটিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও একজন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া নিহতদের মরদেহও একই হাসপাতালে রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হলেও একটু পরই তা স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।