Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর সাথে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্স শনিবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সাথে কথা বলবেন। বিকাল চারটায় প্রধানমন্ত্রী গণভবন থেকে কনফারেন্সে যুক্ত হবেন।
গতকাল প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন।

এর আগে, গত শনিবার চা বাগান মালিকদের সাথে সভা করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। ওই ঘোষণার মধ্য দিয়ে ৩০০ টাকা মজুরির দাবিতে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা চা শ্রমিক আন্দোলনের অবসান হয়।

এম এম ইমরুল কায়েস বলেন, শনিবার বিকালে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্স করবেন। চা শ্রমিকরা কয়েকটি জায়গা থেকে কনফারেন্সে যুক্ত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ