নেছারাবাদে স্বামীর দু হাতের কবজি বিচ্ছিন্নর অভিযোগে স্ত্রী কারাগারে
নেছারাবাদ উপজেলার বালিহারীতে মো: জাহারুল ইসলাম(৪৫) নামে এক দিনমজুর স্বামীর দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে স্ত্রীকে আসামী করে থানায় মামলা করেছেন জাহারুলের বড়
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাসের ধাক্কায় শান্তি আক্তার (৩২) নামে এক সেনা কর্মকর্তার স্ত্রী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।শান্তি আক্তার সেনাবাহিনীর করপোরাল শামীম উদ্দিনের স্ত্রী। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, সেনা কর্মকর্তা শামীম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে কর্মস্থল ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তি আক্তার নিহত হন। এ সময় শামীম উদ্দিন ও তার দুই শিশুসন্তান আহত হয়। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।