দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এজন্য
লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের বিসিক শিল্পনগরী এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মেঘলা নামের (৯) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সড়ক পারাপারের সময় শিশুটির মৃত্যু হয়। এ সময় চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে। পরে লালমনিরহাট ও আদিতমারী থানা পুলিশের হস্তক্ষেপে পলাতক মাইক্রোবাসকে আটকের শর্তে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
নিহত শিশুটি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের নায়গরটারী গ্রামের আফিয়ার রহমানের মেয়ে। সে পিটিআই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে লাশটি স্বজনদের দিয়ে দেয় থানা পুলিশ। আদিতমারী থানার অফিসার ইনচার্জ হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।