Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরচুন ট্যুর ডি বাংলাদেশ

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ট্যুর ডি ফ্রান্সের আদলে বাংলাদেশেও হচ্ছে ট্যুর ডি বাংলাদেশ। অডিবল অয়েল পৃষ্ঠপোষক হওয়ায় এর নাম হয়েছে ‘ফরচুর ট্যুর ডি বাংলাদেশ’। তিন স্তরের এ প্রতিযোগিতা ২০ ডিসেম্বর বাগেরহাট থেকে শুরু হয়ে গোপালগঞ্জ পর্যন্ত ৬৫ কিলোমিটার আসতে হবে। ২১ ডিসেম্বর গোপালগঞ্জ থেকে ভাঙ্গা কাওড়াকান্দি পর্যন্ত ৮০ কি.মি. অতিক্রম করার পর শেষ স্তরে ঢাকার হাতিরঝিলে ৭ চক্কর (৪৯ কি.মি.) অতিক্রম করতে হবে। ট্যুর ডি ফ্রান্সে ২১ দিনে মোট সাড়ে তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে হয়। আর বাংলাদেশ পাড়ি দিতে হবে মাত্র ১৯৪ কিলোমিটার। দশ দলের ৪০ জন জাতীয় সাইক্লিস্ট এ প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রথম থেকে তৃতীয়স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ৩, ২ ও ১ লাখ টাকা করে। পুরস্কারের অর্থ বছর বছর তিনগুণ করে বৃদ্ধি পাবে। গত শনিবার ফরচুন ট্যুর ডি বাংলাদেশের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু ও স্পন্সর প্রতিষ্ঠানের জিএম ইনাম আহমেদ। লোগো উন্মোচনের পর অনুষ্ঠান মঞ্চে রোড রেস প্রদর্শনী হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ