Inqilab Logo

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ১৬ মাঘ ১৪২৯, ০৭ রজব ১৪৪৪ হিজিরী
শিরোনাম

৪৭০ কোটি ইউরো সহায়তা তহবিল ঘোষণা জার্মানির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর জার্মানিতে জ্বালানির মূল্য বেড়েছে। এতে মূল্যস্ফীতির চাপে পড়েছে জনগণ। আসন্ন শীতে ঘর উষ্ণ রাখতে ব্যবহৃত গ্যাসের খরচ নিয়ে নতুন শঙ্কায় পড়েছে দেশটির মানুষ। এমন পরিস্থিতিতে জনগণের ওপর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। জার্মানি সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সরকার রবিবার এজন্য ছয় হাজার ৪৭০ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সম্মত হয়েছে। এটি দেশটির সরকারের এই ধরনের তৃতীয় উদ্ধার তহবিল। এই অর্থে স্বল্প খরচে গণপরিবহণে ভ্রমণ ও জ্বালানি নির্ভর কোম্পানিগুলোকে কর ছাড় দেওয়া হবে। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের হিসেবে আগস্টে দেশটির মূল্যস্ফীতি বেড়ে আট শতাংশে পৌঁছেছে। জ্বালানির মূল্য বৃদ্ধি এতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের দাম জুনে ১২ শতাংশ বৃদ্ধির পর আগস্টে বেড়েছে ১৬ দশমিক ছয় শতাংশ। এই পরিস্থিতি থেকে জনগণকে স্বস্তি দিতে গত তিন মাসে গণপরিবহণে প্রতি মাসে মাত্র নয় ইউরোতে ভ্রমণের সুযোগ করে দেওয়া সরকার। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কর ছাড়ও দেওয়া হয়। রবিবারের নতুন সিদ্ধান্তের পর চ্যান্সেলর ওলাফ শলৎস সাংবাদিকদের বলেন, ‘গণপরিবহণে স্বল্পমূল্যের টিকেট অব্যাহত রাখতে তার সরকার ১৫০ কোটি ইউরো ভর্তুকি দিবে। জ্বালানি সরবরাহ কোম্পানিগুলো যাতে ক্রেতাদের কম খরচে তেল, গ্যাস ও কয়লা সরবরাহ করতে পারে এজন্য কর ছাড় দেওয়া হবে।’ এদিকে রাশিয়া অনির্দিষ্ট কালের জন্য নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের পরও শীতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে দেশটির মানুষকে আশ্বস্ত করেছেন শলৎস। সরকার গ্যাস স্টোরেজগুলো পূর্ণ করা বা কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেবে। যাতে শীতে ঘাটতি মোকাবিলায় সঠিক ব্যবস্থা নেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। ডিডব্লিউ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪৭০ কোটি ইউরো সহায়তা তহবিল ঘোষণা জার্মানির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ