Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানিকগঞ্জে সংঘর্ষের মামলায় বিএনপির ১৯ জনের জামিন লাভ

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩১ পিএম

মানিকগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য ১৯ জন নেতাকর্মী জামিন নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

আফরোজা খান রিতা জানান, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মানিকগঞ্জ জেলা বিএনপির মিছিলে পুলিশ হামলা করেন। এর পর ওই রাতে পুলিশ বাদি হয়ে ৩৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরো আড়াই হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের জন্য নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছেন।

আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনে বিচারপতি মোঃ রেজাউল হাসান ও মোঃ আতাবুল্লাহ দ্বৈত বেঞ্চে ১৯ জনের জন্য জামিনের আবেদন করেন ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। বিচারক জামিনের উপর শুনানি শেষে ১৯জনকে ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।
তিনি আরো জানান বাকী নেতাকর্মীদেরও উচ্চ আদালত থেকে জামিনের ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন লাভ

২৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ