Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাহজালাল বিমানবন্দরে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০২ এএম

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার ইএ১২৮ এর ওয়াশ রুম থেকে বিশেষভাবে লুকায়িত, পরিত্যক্ত অবস্থায় ৪০ পিচ স্বর্ণ বার (প্রতিটির বারের ওজন ১১৬ গ্রাম), যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম উদ্ধার করেছেন কর্মকর্তাগণ।
কাস্টমস এর পক্ষ থেকে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নিকট গোপন সংবাদ আসে যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইচে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করছে।
এরই প্রেক্ষিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে বিমানের ভিতরে প্রবেশ করে এবং বিমানের ওয়াশ রুমের ভিতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০ পিচ স্বর্ন বার উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহজালাল বিমানবন্দরে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ