Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে -ওলামা লীগ ও সমমনা ১৩ দল

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র ১২ রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দলের উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ১২ রবিউল আউয়াল এর বিষয়ে উত্থাপিত দাবিসমূহ হচ্ছে : রাসুল সা.’কে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও কটুক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান জারী করা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ব্যাপকভাবে পালনে সরকারিভাবে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা এবং এ উপলক্ষে প্রজাতন্ত্রের সকল মুসলিম কর্মচারীদের বোনাস প্রদান করাসহ অশ্লীল অশালীন কাজ বন্ধ রাখা, মাসব্যাপী সরকারি ছুটির ঘোষণাসহ এবং সর্বপ্রকার অশ্লীল ও অশালীন কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া। সব শ্রেণির পাঠ্যপুস্তকে  হুযুর পাক সা. এবং  আহলু বাইত পাকগণের জীবনী মুবারক বাধ্যতামূলক করা এবং উনাদের শানের খিলাফ বিষয়গুলো প্রত্যাহার করা। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে ১২ রবিউল আউয়াল শরীফের দিনে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা। পবিত্র ১২ রবিউল আউয়াল সর্বোচ্চ পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে উদযাপনের লক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপনের জন্য নির্দেশ জারী করা। দেশব্যাপী সরকারি-বেসরকারি স্থাপনাসমূহ মনোরম সাজে সজ্জিত করা। এ দিনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কর্তৃক সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করা। হুযুর পাক সা. উনার মানহানীকর লেখা-লিখনীসহ যাবতীয় বিষয় নিষিদ্ধ করা। ১২ রবিউল আউয়াল দিবসকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের মতো বিশ্ব ছুটি ঘোষণার উদ্যোগ গ্রহণ করা। এ দিনে সকল পণ্যের মূল্যে ছাড় দেওয়া এবং বিশেষ পণ্য সামগ্রি তৈরী করা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. সমাজের সকল স্তরে জারি করতে ইসলামিক ফাউন্ডেশনের মতো স্বতন্ত্র গবেষণা কেন্দ্র এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং খুশী প্রকাশের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে বিশেষ দোয়া মিলাদ শরীফ মাহফিল আয়োজন করা এবং এ লক্ষ্যে বিশেষ প্রণোদনা দেয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ