Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন বন্ধে কোটালীপাড়ায় মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ৩:১৯ পিএম

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন বন্ধে কোটালীপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ৯টায় কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড, গওহরডাঙ্গা, বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচী উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোপালগঞ্জ জেলার সাথে যুক্ত হয়। মানবন্ধনে অংশ নেন ৩০টি মাদ্রাসার ছাত্র, শিক্ষকসহপ্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান। মানব বন্ধনে বক্তারা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের অমানবিক নির্যাতন, ধর্ষণ, শিশুহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও গণহত্যার প্রতিবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক বিবৃতির দাবি জানান।  অনতি বিলম্বে মায়ানমারের প্রধান মন্ত্রী অং সাং সুচি ও জাতি সংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর মাদ্রাসার মোহতামিম মাওঃ কবিরুল ইসলাম, কুরপালা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাহমুদুল ইসলাম, কয়খা মাদ্রাসার ক্বারী বসির আহমেদ, টুপরিয়া মাদ্রাসার মাওঃ ইয়াহিয়া, বান্ধাবাড়ী মাদ্রাসার মাওঃ আঃ জলিল, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আরিফুর রহমান, কুশলা মাদ্রাসার মাওঃ আঃ বাখের, ঘাঘর বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আঃ রাজ্জাক শেখ প্রমুখ। মানব বন্ধনেসাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ দাড়িয়া ও সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়াও গোপালগঞ্জ জেলাকে কেন্দ্র করে কোটালীপাড়া, টুঙ্গীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও গোপালগঞ্জ সদর উপজেলার প্রায় ১৭০ কিলোমিটার জুড়ে এ দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।



 

Show all comments
  • ১৯ জানুয়ারি, ২০১৭, ৭:২০ পিএম says : 0
    অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হোক ।নয়ত মুসলমানেরা যদি এক হুমকাদে তাহলে সব ধ্বংস হয়ে যাবে ।আমরা বীরের জাতি ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ