Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্লাভস পরেও খুলবে ফিঙ্গারপ্রিন্ট লক

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শীতকালে গ্লাভস পরা হাত দিয়ে স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট লক খুলতে উন্মোচন করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত স্টিকার। ‘ট্যাপস’ নামের এই স্টিকারটি এনেছে নতুন এক কিকস্টার্টার প্রতিষ্ঠান। নতুন এই স্টিকারটি গ্লাভসের সঙ্গে লাগিয়ে রাখা যাবে। আর সেটির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করা যাবে স্মার্টফোনের লক। এক্ষেত্রে প্রতিটি স্টিকারের ফিঙ্গারপ্রিন্ট হবে সম্পূর্ণ ব্যতিক্রম, জানিয়েছে প্রযুক্তি বিষয় সাইট দ্য ভার্জ। একই প্যাকেট থেকে বের করা হলেও প্রতিটির ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর স্টিকারটি পানি নিরোধী হবে বলেও জানানো হয়। শীতের মৌসুমে গ্লাভস পরিহিত হাতে ফোন ব্যবহার করা গেলেও ফিঙ্গারপ্রিন্ট লক খুলতে বিপত্তি দেখা যায়। মূলত সে ঝামেলা এড়াতেই স্টিকারটি আনা হয়েছে বলে জানানো হয়। এটি ব্যবহারের জন্য স্টিকারটিরপ্রিন্ট ফোনে সেইভ করে তা গ্লাভসে লাগিয়ে নিলেই হলো। এর ফলে গ্লাভস পরিহিত অবস্থায়ই ফোন আনলক করতে পারবেন ব্যবহারকারীরা। ফোন আনলকের ঝামেলা কমালেও এটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্টিকারটি চুরি করে গ্রাহককে খুন, ডাকাতির মতো অপরাধ কর্মকান্ডে ফাঁসানো যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 ষ শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ